রাজধানীর মিরপুর-১ এর গোলচত্বরে দ্রুতগতির মালবাহী ট্রাকের ধাক্কায় দুমড়ে-মুচড়ে গেছে চিত্রনায়িকা আইরিনের গাড়ি। আর অল্পের জন্য প্রাণে বেঁচে গেলেন 'এক পৃথিবী প্রেম' ছবির এই নায়িকা।
আইরিন জানান, 'আজ আমার মায়াবিনী ছবিটি মুক্তি পেয়েছে। সেই ছবির প্রচারণায় সনি সিনেমা হলে এসেছিলাম। গাড়ি থেকে নামার কিছুক্ষণ পরেই ট্রাক ধাক্কা দেয়।'
আমার কোনো ক্ষতি হয়নি। আমি নিরাপদে আছি বলে সংবাদ মাধ্যমকে জানান চিত্রনায়িকা আইরিন।