বুড়িগঙ্গার দ্বিতীয় সেতুর উপর থেকে এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শনিবার সকাল ১০টার দিকে মরদেহটি উদ্ধার করা হয়। মৃত ব্যক্তির নাম-পরিচয় এখনও পাওয়া যায়নি। তবে তার বয়স আনুমানিক ৪০ বছর বলে ধারণা করা হচ্ছে।
দক্ষিণ কেরানীগঞ্জ থানার উপ-পরিদর্শক (এসআই) মোজাম্মেল হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, "মরদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য স্যার সলিমুল্লাহ মেডিক্যাল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। মরদেহের গায়ে কোন আঘাতের চিহ্ন পাওয়া যায়নি। নিহত ব্যক্তি ভবঘুরে ছিলেন বলেই ধারণা করা হচ্ছে।"
বিডি-প্রতিদিন/ ৪ ফেব্রুয়ারি, ২০১৭/ আব্দুল্লাহ সিফাত-১