রাজধানীর মোহাম্মদপুরে সড়ক দুর্ঘটনায় জাহাঙ্গীর আলম (৪৫) নামে এক দিনমজুরের মৃত্যু হয়েছে। আজ সকাল ৬টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
জাহাঙ্গীরের গ্রামের বাড়ি ভোলার চরফ্যাশন উপজেলার নুরাবাদ গ্রামে। তিনি মোহাম্মদপুর বছিলার একটি বস্তিতে পরিবার নিয়ে থাকতেন।
নিহতের পরিবারের সদস্য সূত্রে জানা গেছে, সকালে কাজে যাওয়ার উদ্দেশ্যে বছিলায় রাস্তা পার হওয়ার সময় অজ্ঞাত একটি গাড়ি তাকে ধাক্কা দেয়। এ সময় তিনি গুরুতর আহত হলে স্থানীয়রা ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিলে দায়িত্বরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ (এসআই) বাচ্চু মিয়া বিষয়টি নিশ্চিত করে জানান, ময়নাতদন্তের জন্য লাশ হাসপাতাল মর্গে রাখা হয়েছে।
বিডি প্রতিদিন/৪ জানুয়ারি ২০১৭/হিমেল