এসএসসি পরীক্ষায় বাংলা (সৃজনশীল) ১ম পত্রের একটি প্রশ্নে চিকিৎসককে লোভী বলার প্রতিবাদে মানববন্ধন করেছে বাংলাদেশ মেডিক্যাল অ্যাসোসিয়েশন (বিএমএ) এবং স্বাধীনতা চিকিৎসক পরিষদ (স্বাচিপ)। শনিবার দুপুরে শাহবাগে এ মানববন্ধন করা হয়।
গত বৃহস্পতিবার ঢাকা বোর্ডের বাংলা সৃজনশীল প্রশ্নপত্রের দুই নম্বর প্রশ্নটি ছিল এমন, 'জাহেদ সাহেব একজন লোভী ডাক্তার। অভাব ও দারিদ্র্য বিমোচন করতে গিয়ে তিনি সব সময় অর্থের পেছনে ছুটতেন। একসময় গাড়ি-বাড়ি, ধন-সম্পদ সব কিছুর মালিক হন। তবুও তার চাওয়া পাওয়ার শেষ নেই। অর্থ উপার্জনই তার একমাত্র নেশা। অন্যদিকে, তার বন্ধু সগীর সাহেব তার ধন-সম্পদ থেকে বিভিন্ন সামাজিক জনকল্যাণমূলক কাজে ব্যয় করেন। তিনি মনে করেন, সুন্দরভাবে জীবনযাপনের জন্য বেশি সম্পদের প্রয়োজন নেই।'
শিক্ষার্থীদের 'শিক্ষা ও মনুষ্যত্ব' প্রবন্ধের আলোকে মন্তব্যটি বিশ্লেষণ করতে বলা হয়েছে।
এই ঘটনায় ক্ষুব্ধ প্রতিক্রিয়া ব্যক্ত করে বাংলাদেশ মেডিক্যাল অ্যাসোসিয়েশন (বিএমএ) এবং স্বাধীনতা চিকিৎসক পরিষদ (স্বাচিপ)। এক সংবাদ বিজ্ঞপ্তিতে এর সঙ্গে জড়িতদের আগামী তিন দিনের মধ্যে খুঁজে বের করে উপযুক্ত শাস্তি এবং চিকিৎসক সমাজের কাছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে ক্ষমা চাওয়ার দাবি জানানো হয়।
আগামী রবিবার শিক্ষামন্ত্রী এবং ঢাকা বোর্ডের কাছে এর প্রতিবাদে স্মারকলিপি দেবে স্বাচিপ।
বিডি প্রতিদিন/৪ ফেব্রুয়ারি, ২০১৭/ফারজানা