বৈষম্যহীন সমাজ প্রতিষ্ঠার সংগ্রামে কৃষক-ক্ষেতমজুরদের ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়েছেন ওয়ার্কার্স পার্টির সভাপতি ও বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী রাশেদ খান মেনন।
আজ শনিবার রাজধানীর মহানগর নাট্যমঞ্চে ‘জঙ্গি ও সন্ত্রাসবাদ বিরোধী কৃষক ক্ষেতমজুর জাতীয় কনভেনশন’ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় এ আহ্বান জানান তিনি।
অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক কমরেড ফজলে হোসেন বাদশা এমপি।
কৃষক সমিতি ও ক্ষেতমজুর ইউনিয়নের যৌথ উদ্যোগে অনুষ্ঠিত এ কনভেনশনে সভাপতিত্ব করেন, বাংলাদেশ ক্ষেতমজুর ইউনিয়নের সভাপতি বিমল বিশ্বাস।
কনভেনশনের ঘোষণাপত্র পাঠ করেন ক্ষেতমজুর ইউনিয়নের সহসভাপতি অ্যাডভোকেট মুস্তফা লুৎফুল্লাহ এমপি।
রাশেদ খান মেনন বলেন, জঙ্গিবাদ বিরোধী লড়াইয়ে কৃষক-ক্ষেতমজুর আন্দোলন জোরদার করতে হবে। অতীতের সকল সংগ্রামের মত এ লড়াইয়েও শ্রেণি সংগ্রামের অগ্রগামী সৈনিক হিসেবে কৃষক-শ্রমিক-মজুরদের আবারো লড়াইয়ে নামতে হবে।
বিডি প্রতিদিন/৪ ফেব্রুয়ারি ২০১৭/এনায়েত করিম