হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদফতরের কর্মকর্তারা ৩শ' ৭০ গ্রাম স্বর্ণসহ মাসুদ নামে এক যাত্রীকে আটক করেছেন। আটক মাসুদের বাড়ি বরিশালের কাউয়ারচর এলাকায়। তিনি মালয়েশিয়ায় একটি রেস্টুরেন্টে কাজ করতেন।
শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদফতরের মহাপরিচালক ড. মইনুল হক আজ এ বিষয়টি নিশ্চিত করে জানান, শনিবার সকালে বিমান বাংলাদেশের বিজি- ৮৭ ফ্লাইটে করে মালয়েশিয়া থেকে ঢাকায় আসেন মাসুদ। গ্রিন চ্যানেল অতিক্রমের সময় শুল্ক গোয়েন্দার কর্মকর্তারা তার ব্যাগ তল্লাশি করে ওই স্বর্ণগুলো উদ্ধার করেন।
বিডি প্রতিদিন/এ মজুমদার