নারায়ণগঞ্জের ফতুল্লায় একটি রফতানিমুখী প্রতিষ্ঠানের কাভার্ডভ্যানের চাপায় মঈনুল হক (৫৫) নামে এক নিরাপত্তারক্ষী নিহত হয়েছেন। আজ শনিবার বিকেল সাড়ে ৩টার দিকে ফতুল্লার ভোলাইল এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত মঈনুল হক ক্রনি গ্রুপের একটি কারখানায় সিকিউরিটির গার্ডের চাকরি করতেন।
প্রত্যক্ষদর্শীরা জানায়, ক্রনি গ্রুপের কারখানা থেকে একটি কাভার্ডভ্যান (ঢাকা মেট্রো-ট-১১-৮১২০) মাল নিয়ে বের হওয়ার সময় সিকিউরিটি গার্ড মঈনুল হককে চাপা দেয়। পরে তাকে গুরুতর আহত অবস্থায় নারায়ণগঞ্জ ৩শ’ শয্যা বিশিষ্ট হাসপাতালে নেওয়ার পর মঈনুলের মৃত্যু হয়।
বিডি প্রতিদিন/৪ ফেব্রুয়ারি ২০১৭/এনায়েত করিম