ধামরাইয়ের সানোরা ইউনিয়নের ভালুম বাথুলী গ্রামে আজ বিকাল ৫টার দিকে সম্পা আক্তার (১৪) নামে এক গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। নিহতের শ্বশুরবাড়ি থেকে মরদেহটি উদ্ধার করা হয়। নিহত সম্পা ভালুম বাথুলী গ্রামের সাইফুল মাস্টারের স্ত্রী।
ধামরাই থানার উপ-পরিদর্শক (এসআই) নাজমুল হুদা ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে আসে। ময়নাতদন্তের জন্য মরদেহ ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতাল মর্গে পাঠানো হবে।
বিডি প্রতিদিন/এ মজুমদার