খাবারের বিল চাওয়ার ফলে একটি রেস্তোরা ভাঙচুর করেছে ছাত্রলীগ। আজ বিকালে চট্টগ্রাম নগরীর চকবাজার এলাকায় এমন ঘটনা ঘটে। রেস্তোরা'র ব্যবস্থাপক মিসবাউল হক জানান, আজ বিকালে সাত থেকে আটজন ছেলে রেস্টুরেন্টে খাবার খায়। এসময় তাদের কাছে বিল চাইলে নিজেদের ছাত্রলীগ পরিচয় দেয়। বিল না দেয়ার কারণ জানতে চাইলে তারা রেস্টুরেন্ট ভাঙচুর করে।
চকবাজার থানার ওসি নুরুল হুদা বলেন, ছাত্রলীগের সাথে বিল নিয়ে রেস্টুরেন্ট মালিকের সমস্যা হয়েছে। তারা রেস্টুরেন্ট ভাঙচুর করেছে। তবে এ বিষয়ে অভিযোগ পাইনি।
বিডি প্রতিদিন/এ মজুমদার