চট্টগ্রামের পটিয়া উপজেলার মুজাফফরাবাদ এলাকায় ট্রাকচাপায় ইশান চৌধুরী (১০) নামে চতুর্থ শ্রেণির এক ছাত্র নিহত হয়েছে।
আজ শনিবার বিকাল ৪টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
নিহত ইশান চৌধুরী স্থানীয় বিশ্বজিৎ চৌধুরীর ছেলে এবং মুজাফফরাবাদ শহীদ স্মৃতি প্রাথমিক বিদ্যালয়ের ছাত্র।
পটিয়া থানার এসআই সৈয়দ মোশাররফ হোসেন বিষয়টি নিশ্চিত করে বলেন, বিকালে স্কুল ছুটির পর সড়কের পাশ দিয়ে হেঁটে বাড়ি ফিরছিল ইশান। এসময় শিববাড়ি এলাকায় ট্রাকটি পেছন থেকে তাকে চাপা দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।'
ঘাতক ট্রাকটি আটক করা হয়েছে বলেও জানান তিনি।
বিডি প্রতিদিন/৪ ফেব্রুয়ারি ২০১৭/এনায়েত করিম