সিরাজগঞ্জের শাহজাদপুরে আওয়ামী লীগের দুই পক্ষের সংঘর্ষে নিহত সাংবাদিক আবদুল হাকিম শিমুলের মৃত্যুর প্রায় ১৮ ঘণ্টা পর এ ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
শরিবার রাতে গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে মির্জা ফখরুল এ প্রতিবাদ জানান। এর আগে, শুক্রবার দুপুর পৌনে ২টার দিকে তাকে উন্নত চিকিৎসার জন্য বগুড়া থেকে ঢাকা নেয়ার পথে সাংবাদিক শিমুলের মৃত্যু হয়।
অবিলম্বের হত্যার দৃষ্টান্তমূলক শাস্তি দাবি জানিয়ে বিবৃতিতে ফখরুল আরও বলেন, সিরাজগঞ্জের শাহজাদপুরে আওয়ামী লীগের দুই গ্রুপে সংঘর্ষের খবর সংগ্রহ করতে গিয়ে গুলিবিদ্ধ হয়ে সমকাল পত্রিকার স্থানীয় প্রতিনিধি আবদুল হাকিম শিমুলের নিহত হওয়ার ঘটনায় নিন্দা জানানোর ভাষা নেই। ক্ষমতার দাম্ভিকতায় বর্তমান শাসকগোষ্ঠী ও তাদের দলীয় নেতাকর্মীরা এতটাই বেপরোয়া হয়ে উঠেছে যে, মানুষের প্রাণ নিয়ে খেলতে ও মানুষকে হত্যা করতে কাউকেই পরোয়া করছে না। রাষ্ট্রক্ষমতা চিরস্থায়ী করতে দুঃশাসন, মানুষ হত্যা এবং দেশব্যাপী সন্ত্রাসের যে তাণ্ডবলীলা চলছে তার বিরুদ্ধে দেশবাসীর ঐক্যবদ্ধ হওয়া ছাড়া অন্য কোন পথ নেই।
বিডি-প্রতিদিন/০৫ ফেব্রুয়ারি, ২০১৭/মাহবুব