বাসচালকের যাবজ্জীবন কারাদণ্ডাদেশের প্রতিবাদে পরিবহন শ্রমিকদের ডাকা দেশব্যাপী পরিবহন ধর্মঘটের নেতিবাচক প্রভাব পড়েছে বাজারে। বুধবার দ্বিতীয়দিনের মতো সারাদেশে চলছে পরিবহন ধর্মঘট। ফলে মানুষের যাতায়াতই শুধু নয়, নিত্যপ্রয়োজনীয় পণ্য পরিবহনেও বিঘ্ন ঘটছে। তাই ক্ষতি পুষিয়ে উঠতে দাম বাড়িয়ে দিয়েছেন ব্যবসায়ীরা।
বুধবার রাজধানীর বিভিন্ন বাজার ঘুরে দেখা গেছে ধর্মঘটের দুই দিন পার না হতেই বেশ কয়েকটি পণ্যের দাম বেড়ে গেছে। সবচেয়ে বেশি দাম বেড়েছে শাক-সবজির মতো পঁচনশীল দ্রব্যগুলোর।
ধর্মঘটের কারণে মালবাহী ট্রাকগুলো দেশের বিভিন্ন প্রান্তে আটকা পড়েছে। ফলে রাজধানীতে ক্রেতা-বিক্রেতা নির্বিশেষে সবার একই অবস্থা। বিক্রেতারা বলছেন, 'ক্ষতি পুষিয়ে নিতে বেশি দামে বিক্রি ছাড়া উপায় নেই তাদের।' ক্রেতারাও উপায়ন্তর না দেখে বাধ্য হচ্ছেন বেশি দামে কিনতে।
রাজধানীর কারওয়ান বাজার, নিউমার্কেট, পলাশীসহ বড়-ছোট সব বাজারেই এক অবস্থা। বরবটি, ঢেঁড়স, করলা, সিম, বেগুন, গাজর, আলু, কুমড়া, চিচিঙ্গা, লাউ, ফুলকপি, বাঁধাকপিসহ সবকিছুরই দাম ৫/১০ থেকে ২০ টাকা পর্যন্ত বেশি দিয়ে কিনতে হচ্ছে ক্রেতাদের। লাল শাক, পুঁই, পালং, ডাঁটা শাকসহ সব শাকই কিনতেই আঁটি প্রতি ২ থেকে ৫ টাকা বেশি দিতে হচ্ছে ক্রেতাদের।
বিডি প্রতিদিন/১ মার্চ, ২০১৭/ফারজানা