ছাত্রলীগের হস্তক্ষেপে ধর্মঘট প্রত্যাহার করে নিয়েছেন ইন্টার্ন চিকিৎসকরা। আজ সোমবার সকালে স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিমের বাসায় ছাত্রলীগের কেন্দ্রীয় সভাপতি সাইফুর রহমান সোহাগের নেতৃত্বে ইন্টার্ন চিকিৎসকদের সংগঠনের কেন্দ্রীয় নেতা এবং রাজধানীর বিভিন্ন মেডিকেল কলেজ হাসপাতালে ইন্টার্ন চিকিৎসক ও ছাত্রলীগের সভাপতি–সম্পাদকদের সঙ্গে দীর্ঘ বৈঠক হয়। বৈঠক শেষে ইন্টার্ন চিকিৎসকরা তাদের ধর্মঘট প্রত্যাহারের ঘোষণা দেন।
ঘটনার সত্যতা স্বীকার করে ছাত্রলীগ সভাপতি সাইফুর রহমান সোহাগ বলেন, ছাত্রলীগের নেতৃবৃন্দ ও ইন্টার্ন চিকিৎসকদের সংগঠনের নেতারা আজ মাননীয় স্বাস্থ্যমন্ত্রীর বাসায় বৈঠক করেছে। বৈঠকে মন্ত্রী ডাক্তারদের দাবি দাওয়া শুনেছেন। এরপর তাদের সন্মানজনক সমাধানের আশ্বাস দিলে ইন্টার্ন চিকিৎসকরা তাদের ধর্মঘট প্রতাহার করে নেন।
এ সময় কেন্দ্রীয় ছাত্রলীগের সহ-সভাপতি ডা. তোফাজ্জেল হক চয়ন, ডা. কাজী আবদুস সাত্তার মাহবুব, স্বাস্থ্য সম্পাদক ডা. হুমায়ন ইসলাম সুমনসহ ইন্টার্ন ডাক্তারদের নেতারা উপস্থিত ছিলেন।
বিডি-প্রতিদিন/০৬ মার্চ, ২০১৭/মাহবুব