ঢাকার হাজারীবাগ থেকে যেসব ট্যানারি সাভারে স্থানান্তর করা হয়নি সেসব ট্যানারি অবিলম্বে বন্ধের নির্দেশ দিয়েছেন হাইকোর্ট।
বাংলাদেশ পরিবেশ আইনবিদ সমিতি (বেলা) এক আবেদনের পরিপ্রেক্ষিতে সোমবার বিচারপতি সৈয়দ রেফাত আহমেদ ও বিচারপতি মো. সেলিমের হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন।
একই সঙ্গে আগামী ৬ এপ্রিলের মধ্যে অস্থানান্তরিত ট্যানারি বন্ধে কী কী পদক্ষেপ নেয়া হয়েছে তা জানাতে সংশ্লিষ্টদের নির্দেশ দিয়েছেন হাইকোর্ট।
বিডি-প্রতিদিন/০৬ মার্চ, ২০১৭/মাহবুব