চট্টগ্রাম নগরীর বন্দরস্থ নিমতলী মোড় থেকে ট্রাক ডাকাতির প্রস্তুতিকালে ৬ জনকে আটক করেছে নগর গোয়েন্দা পুলিশ (ডিবি)।
আজ সোমবার ভোর ৫ টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে এক অভিযানে তাদের আটক করা হয় বলে জানান
চট্টগ্রাম নগর গোয়েন্দা পুলিশের উপ-পরিদর্শক (এস আই) এস এম মোস্তফা ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান,আটককৃত ডাকাতদের কাছ থেকে ৩টি ছোরা, ১টি গ্রিল কাটার এবং ৫০ গজ পাটের তৈরি রশি পাওয়া গেছে। এছাড়া একটি ট্রাকও জব্দ করা হয়েছে বলে জানান তিনি।
বিডি-প্রতিদিন/ ৫ মার্চ, ২০১৭/ আব্দুল্লাহ সিফাত-১৯