চট্টগ্রামে এসএসসি পরীক্ষার্থী আদিল খুনের ঘটনায় মূল হোতা আলমগীর ও সহযোগি তুষার নামে দুজনকে লক্ষীপুর জেলার চর আলেকজান্ডার থেকে গ্রেফতার করেছে র্যাব। উভয়ই মামলার এজাহারভুক্ত আসামি।
গত রবিবার রাতে তাদের গ্রেফতার করেছেন বলে জানান চট্টগ্রাম জোনের অধিনায়ক লে. কর্ণেল মিফতাহ উদ্দিন আহমেদ। এর আগে পুলিশ চাঞ্চল্যকর এই হত্যাকান্ডের ঘটনায় এজাহারভুক্ত তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে।
প্রসঙ্গত গত ২৪ ফেব্রুয়ারী নগরীর বাকলিয়া থানার রাজাখালী এলাকায় প্রতিপক্ষের ছুরিকাঘাতে এসএসসি পরীক্ষার্থী আহমেদ ওয়াসিউন নূর আদিল (১৫) নিহত হয়। আদিল নগরীর জামালখান আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজের বিজ্ঞান বিভাগ থেকে এবার এসএসসি পরীক্ষায় অংশ নিয়েছিল। আদিল খুনের ঘটনায় তার মামা নজরুল ইসলাম বাদি হয়ে ১০ জনকে আসামি করে বাকলিয়া থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।
বিডি-প্রতিদিন/ ৫ মার্চ, ২০১৭/ আব্দুল্লাহ সিফাত-২১