চট্টগ্রাম সিটি কর্পোরেশন (চসিক) গৃহস্থালী বর্জ্য অপসারণে বিনামূল্যে বিতরণ করা ৪১৬টি প্লাস্টিকের বিন ভাঙ্গাড়ির দোকান থেকে উদ্ধার করা হয়েছে।
গত রবিবার রাতে নগরীর সাত নম্বর ষোলশহর ওয়ার্ডের রউফাবাদ এলাকার একটি ভাঙ্গারির দোকানে বিনগুলো বিক্রির জন্য দিয়েছিল শহীদ নামে এক ফেরিওয়ালা।
খবর পেয়ে স্থানীয় ওয়ার্ড কাউন্সিলর মোবারক আলী দোকানের তালা ভেঙে বিনগুলো উদ্ধার করেন। রাতে বিনগুলো ওয়ার্ড কার্যালয়ে রাখার পর সোমবার সকালে সেগুলো নগরীর সাগরিকায় চসিকের স্টোর রুমে পাঠিয়ে দেয়া হয়।
কাউন্সিলর মোবারক আলী বলেন, বিনামূল্যে বিতরণের জন্য আনা কিছু বিনে সমস্যা ছিল। সেগুলো বিতরণ না করে স্টোরে রাখা হয়। এই ধরনের ৪১৬টি বিন ভাঙ্গাড়ির দোকান থেকে উদ্ধার করা হয়। তবে এর মধ্যে কিছু ভাল বিনও আছে। এ সময় ভাঙ্গারির সেই ফেরিওয়ালাকেও আটক করা হয়। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা নিতে মেয়র নির্দেশ দিয়েছেন।