সারাদেশের ন্যায় চট্টগ্রামেও নানা আয়োজন ও কর্মসূচির মধ্যে প্রথমবারের মতো উদযাপিত হয়েছে পাট দিবস। সোনালী আঁশের সোনার দেশ, পাট পণ্যের বাংলাদেশ’ এ স্লোগানকে সামনে রেখে আজ সোমবার জেলা প্রশাসনের উদ্যেগে ও পাট অধিদপ্তরের সহযোগিতায় এ আয়োজন শেষ হয়। এ দিবসটি উপলক্ষে সকাল ১০টায় সার্কিট হাউস থেকে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা উদ্বোধন করেন চট্টগ্রাম জেলার ভারপ্রাপ্ত জেলা প্রশাসক মো. দৌলতুজ্জামান খাঁন।
এসময় বক্তারা, পাটের হারানো ঐতিহ্য ফিরিয়ে আনতে সরকারের এই উদ্যোগকে সাধুবাদ জানান। পাশাপাশি দেশি-বিদেশি বাজারে বহুমুখী পাটজাত পণ্যের ব্যবহার বৃদ্ধিতে সরকারের সদয় সহযোগিতা অব্যাহত রাখার আশাবাদ ব্যক্ত করেন। শোভাযাত্রা শেষে সার্কিট হাউসের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয় আলোচনা সভায় সভাপতিত্ব করেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোহাম্মদ মাসুকুর রহমান সিকদার এবং সভায় অন্যদের মধ্যে পাট অধিদপ্তরের কর্মকর্তা, উদ্যোক্তা, ব্যবসায়ী ও বিভিন্ন শ্রেণিপেশার মানুষ উপস্থিত ছিলেন।
বিডি প্রতিদিন/এ মজুমদার