চট্টগ্রামে ৭৫ পিস অবৈধ স্বর্ণের বারসসহ গ্রেপ্তার হওয়া জামাল উদ্দিন নামে এক ব্যক্তিকে ১২ বছরের সশ্রম কারাদণ্ড দিয়েছেন চট্টগ্রাম মহানগর দায়রা জজ মো. শাহে নূরের আদালত।
সোমবার এ রায় দেন বলে নিশ্চিত করেছেন নগর পিপি ফখরুদ্দিন চৌধুরী। একই রায়ে আদালত তাকে ১০ হাজার টাকা জরিমানা ও অনাদায়ে আরও ৩ মাসের কারাদণ্ড দিয়েছেন বলেও তিনি জানান।