ধামরাই ঢাকা-আরিচা মহাসড়কের পাশের একটি ডোবা থেকে আজ দুপুর ২টার দিকে অজ্ঞাত এক বৃদ্ধার মরদেহ উদ্ধার করেছে পুলিশ। জানা যায়, ঢাকা-আরিচা মহাসড়কের কেলিয়া ব্রিজের পাশের একটি ডোবা থেকে মরদেহটি উদ্ধার করে পুলিশ।
ধামরাই থানার উপ পরিদর্শক (এসআই) মো. হাসান আলী ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, ঘটনাস্থল থেকে নিহতের মরদেহটি উদ্ধার করা হয়েছে।
বিডি প্রতিদিন/এ মজুমদার