Bangladesh Pratidin || Highest Circulated Newspaper
শিরোনাম
প্রকাশ : ৬ মার্চ, ২০১৭ ১৮:৪৮

কোম্পানিগঞ্জে টিলা ধসে ফের শ্রমিকের মৃত্যু

নিজস্ব প্রতিবেদক, সিলেট:

কোম্পানিগঞ্জে টিলা ধসে ফের শ্রমিকের মৃত্যু

সিলেটের কোম্পানিগঞ্জে পাথর তুলতে গিয়ে টিলা ধসে ফের শ্রমিকের মৃত্যু হয়েছে। ফারুক মিয়া (৩২) নামের ওই শ্রমিক উপজেলার উত্তর রণিখাই এলাকার আজিজুর রহমানের ছেলে।

সোমবার বেলা ১১টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

কোম্পানিগঞ্জ থানার ওসি আলতাফ হোসেন জানান, উপজেলার উৎমাছড়ায় আবদুল হালিমের মালিকানাধীন পাথরের গর্তে পাথর উত্তোলনের সময় আচমকা ধসে চাপা পড়ে ঘটনাস্থলেই মারা যান ফারুক। এ ব্যাপারে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানিয়েছেন ওসি।

প্রসঙ্গত, গত প্রায় দেড় মাসে কোম্পানিগঞ্জে পাথর উত্তোলনকালে ৮ জন শ্রমিক নিহত হয়েছেন। ২৩ জানুয়ারি টিলা ধসে প্রাণহানি ঘটে পাঁচজনের। পরে ১১ ফেব্রুয়ারি ও ২ মার্চ আরো দুই শ্রমিক নিহত হন।

বিডি প্রতিদিন/ সালাহ উদ্দীন
 

আপনার মন্তব্য