ঢাকার ৫ নং বিশেষ জজ আদালতের বিচারক ড. মো. আখতারুজ্জামানের নাম ও পদবি ব্যবহার করার অভিযোগে এক আইনজীবীকে গ্রেফতার করেছে পুলিশ। ওই আইনজীবীর নাম মঈন আহাম্মদ সৌরভ।
এর আগে আদালতের পেশকার মো. মোকাররম হোসেন ওই ঘটনায় রাজধানীর মোহাম্মদপুর থানায় ৪ মার্চ একটি সাধারণ ডায়েরী (জিডি) করে। জিডি নম্বর ২৯১।
সাধারণ ডায়েরীতে উল্লেখ করা হয়েছে, কতিপয় অসাধু ও দুষ্কৃতকারী মোহাম্মদপুর থানা বছিলা রোডের বাঁশবাড়ী এলাকার ৩/১৬-এ নম্বর বাসার ২য় তলায় ঢাকার ৫ নং বিশেষ জজ আদালতের বিচারক ড. মো. আখতারুজ্জামানের নাম পদবী ব্যবহার করে অবৈধ ভাবে সাইনর্বোড ঝুলিয়ে রেখেছে। ওই ঠিকানায় বিচারক বসবাস করেন না। এমনকি ওই ঠিকানায় বসবাস করা ব্যক্তিদের সঙ্গে কোন সামাজিক, ব্যবসায়িক, পারিবারিক ও ব্যক্তিগত সম্পর্ক নেই। তাই অসাধু ব্যক্তিরা প্রতারণা ও অসৎ উদ্দেশ্যে অবৈধভাবে লাভবান হওয়ার জন্য এই বিচারকের নাম ও পদবি ব্যবহার করে। তাই বিচারকের নিরাপত্তা হুমাকির মুখে পড়তে পারে। এ কারণে বিষয়টির আইনগত ব্যবস্থা গ্রহণ করা হোক।