রাজধানীর পল্টনে কালভার্ট রোডে একটি খোলা ম্যানহোলে পড়ে নিহত হয়েছেন এক ব্যক্তি।
সোমবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
ফায়ার সার্ভিস সদর দফতরের ডিউটি অফিসার মিজানুর রহমান জানান, এক ঢাকনা খোলা ম্যানহোলে পড়ে যান। সংবাদ পেয়ে ফায়ার সার্ভিস সদর দফতরের ২টি ইউনিট ঘটনাস্থলে গিয়ে তাকে উদ্ধার ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে পাঠিয়েছে।
পল্টন থানার উপ-পরিদর্শক (এসআই) সুজন জানান, ম্যানহোল থেকে উদ্ধার হওয়া ওই ব্যক্তিকে ঢামেক হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।