রাজধানীর তেজগাঁও শিল্পাঞ্চলে প্রাইভেটকারের ধাক্কায় অজ্ঞাতপরিচয় এক পথচারীর মৃত্যু হয়েছে। এ ঘটনায় দুই মোটরসাইকেল আরোহী আহত হয়েছেন। সোমবার রাত ৮টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
প্রত্যাক্ষদর্শী সূত্রে জানা যায়, ওই এলাকায় টেক্সটাইল বিশ্ববিদ্যালয়ের সামনে একটি প্রাইভেটকার তাকে ধাক্কা দিয়ে পালিয়ে যায়। আহত অবস্থা তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
তেজগাঁওয়ে শিল্পাঅঞ্চল থানা সহকারী উপ পরিদর্শক (এএসআই) জহিরুল ইসলাম জানান, মৃত ব্যক্তির নাম ঠিকানা জানার চেষ্টা চলছে। লাশ ময়না তদন্তের জন্য ঢামেক মর্গে পাঠানো হয়েছে।
বিডি প্রতিদিন/৭ মার্চ ২০১৭/হিমেল