রাজধানীর শাহাবাগে যাত্রীবাহী চলন্ত একটি লেগুনা উল্টে দিদার হোসেন টিটু (৩৫) নামের এক যাত্রী নিহত হয়েছেন। সোমবার রাত ১০টার দিকে দুর্ঘটনা এ ঘটে।
পরে টিটুকে মুমূর্ষু অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক রাত সাড়ে ১১টার দিকে মৃত ঘোষণা করেন।
শাহাবাগ থানার ভারপাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল হাসান বিষয়টি নিশ্চিত করে বলেন, টিটুর লাশ ময়নাতদন্তের জন্য ঢামেক মর্গে রাখা হয়েছে।
বিডি প্রতিদিন/৭ মার্চ ২০১৭/হিমেল