রাজধানীর ধানমন্ডিতে শাফায়েত নামের এক চিকিৎসকের বাসায় রঞ্জিতা আক্তার (১৪) নাম এক গৃহকর্মীর রহস্যজনক মৃত্যু হয়েছে। সোমবার রাত সাড়ে ৯টার দিকে ধানমন্ডির ১৪ নং রোডের ৬/এ নং বাড়ি থেকে রঞ্জিতার লাশ উদ্ধার করে পুলিশ।
মৃত রঞ্জিতা উত্তরবঙ্গের কুড়িগ্রাম জেলার আনিসুর রহমানের মেয়ে।
স্থানীয় সূত্রে জানা যায়, মৃত রঞ্জিতা গত ৩ বছর ধরে গৃহকর্তা ডা. শাফায়েতের বাসায় গৃহকর্মী হিসেবে কাজ করে আসছিলো। তবে ওই বাসার লোকজন বিষয়টিকে আত্মহত্যা হিসেবে উল্লেখ করেছেন।
ধানমন্ডি থানার উপ-পরিদর্শক (এসআই) জহিরুল ইসলাম জানান, ময়নাতদন্তের প্রতিবেদন ছাড়া রঞ্জিতার মৃত্যুর প্রকৃত কারণ বলা যাচ্ছে না। তার লাশ ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) মর্গে পাঠানো হয়েছে।
বিডি প্রতিদিন/৭ মার্চ ২০১৭/হিমেল