জাতীয় নির্বাচনকে সামনে রেখে বড় ধরনের নাশকতা হতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।
রাজধানীতে আওয়ামী লীগের সভাপতি শেখ হাসিনার ধানমন্ডির রাজনৈতিক কার্যালয়ে স্বেচ্ছাসেবক লীগ কেন্দ্রীয় কমিটির বৈঠক শেষে ওবায়দুল কাদের এ আশঙ্কা প্রকাশ করে সকলকে সতর্ক থাকার আহবান জানান।
উগ্রবাদীরা তলে তলে সংঘবদ্ধ হচ্ছে উলেখ করে সেতুমন্ত্রী বলেন, যে কোনো ধরনের নাশকতা আগামী নির্বাচনকে প্রভাবিত করতে পারে। তাই সাংবিধানিক পন্থায় ধারাবাহিক নির্বাচন অব্যাহত রাখতে সকল দেশপ্রেমিক জনগণকে ঐক্যবদ্ধ থাকতে হবে।
যারা কোনো কাজ করছে না তাদের আওয়ামী লীগের দলীয় ফোরামে না থাকারও পরামর্শ দেন ওবায়দুল কাদের। আগামী ১৭ ও ২৬ মার্চের অনুষ্ঠান সফল করতে স্বেচ্ছাসেবক লীগ এ বৈঠকের আয়োজন করে।
বিডি প্রতিদিন/৭ মার্চ, ২০১৭/ফারজানা