হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ৮ হাজার ৭৫০ পিস ইয়াবাসহ এক যাত্রীকে আটক করেছেন কাস্টসম হাউজের প্রিভেনটিভ দলের কর্মকর্তারা।
মঙ্গলবার দুপুরে গোপন সংবাদের ভিত্তিতে তাকে আটক করা হয় বলে জানান ঢাকা কাস্টমসের সহকারী কমিশনার (প্রিভেনটিভ) মো. আলামিন।
আটক যাত্রীর নাম জিল্লুর রহমান (২০)। তার গ্রামের বাড়ি চাঁদপুর জেলায়।
সহকারী কমিশনার জানান, বেলা সাড়ে ১১টার দিকে চট্টগ্রাম থেকে ঢাকায় আসেন জিল্লুর। গোপন সংবাদের ভিত্তিতে কাস্টসম হাউজের প্রিভেনটিভ দলের কর্মকর্তারা তার দেহ তল্লাশি করে ৮৭৫০ পিস ইয়াবা উদ্ধার করেন।
বিডি-প্রতিদিন/০৭ মার্চ, ২০১৭/মাহবুব