গাইবান্ধা-১ আসনের সংসদ সদস্য মো. মঞ্জুরুল ইসলাম লিটন হত্যায় জাতীয় পার্টির সাবেক এমপি আবদুল কাদের খানের আবারও এক দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।
মঙ্গলবার দুপুরে অস্ত্র মামলায় জিজ্ঞাসাবাদের জন্য গাইবান্ধার অতিরিক্ত মুখ্য বিচারিক আদালতের বিচারক মইনুল হাসান ইউসুব এই রিমান্ড মঞ্জুর করেন।
বিকেল গাইবান্ধার অতিরিক্ত পুলিশ সুপার রবিউল ইসলাম বলেন, লিটন হত্যায় তিনটি অস্ত্র ব্যবহার করা হয়। এর মধ্যে কাদের খান একটি অস্ত্র স্বেচ্ছায় থানায় জমা দেন। এছাড়া তার দেওয়া তথ্য অনুয়ায়ী, গত ২২ ফেব্রুয়ারি রাতে গ্রামের বাড়ির উঠোনের মাটি খুঁড়ে আরেকটি অস্ত্র উদ্ধার করা হয়। এ ঘটনায় সুন্দরগঞ্জ থানায় কাদের খানের বিরুদ্ধে অস্ত্র আইনে একটি মামলা হয়।
এর আগে, এমপি লিটন হত্যা মামলায় ১০ দিনের রিমান্ড মঞ্জুর করেন আদালত। তখন কাদের খান আদালতে ১৬৪ ধারায় সংসদ সদস্য মনজুরুল হত্যার ঘটনায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন। এরপর থেকে কাদের খান গাইবান্ধা জেলা কারাগারে ছিলেন।
বিডি-প্রতিদিন/০৭ মার্চ, ২০১৭/মাহবুব