রাজধানীর রমনা থানার একটি নাশকতার মামলায় বিএনপির যুগ্ম মহাসচিব ও ঢাকা মহানগরের সদস্য সচিব হাবিব উন নবী খান সোহেলকে এক দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।
মঙ্গলবার হাবিব উন নবী সোহেলকে আদালতে হাজির করে ১০ দিনের রিমান্ড চান গোয়েন্দা পুলিশের উপপরিদর্শক সাইফুল ইসলাম। শুনানি শেষে ঢাকার মহানগর হাকিম আব্দুল্লাহ আল মাসুদ এক দিনের রিমান্ড মঞ্জুর করেন।
নাশকতার অভিযোগে ২০১৪ সাল থেকে ২০১৬ সাল পর্যন্ত বিভিন্ন থানায় দায়ের হওয়া শতাধিক মামলার আসামি সোহেল উচ্চ আদালতের জামিনে সোমবার কেরানীগঞ্জের ঢাকা কেন্দ্রীয় কারাগার থেকে মুক্তি পান। মুক্তির পরপরই তাকে ফের আটক করে পুলিশ।
গত বছর ৯ জানুয়ারি রাজধানীর মগবাজারে সেলিব্রেশন সেন্টারের সামনে গাড়ি ভাঙচুর, অগ্নিসংযোগের ঘটনায় রমনা থানার এস আই আতিকুর রহমান ওই নাশকাতার মামলা দায়ের করেছিলেন।
বিডি-প্রতিদিন/০৭ মার্চ, ২০১৭/মাহবুব