আদালত থেকে মামলার নথি গায়েব করার অভিযোগে রাজশাহীর যুগ্ম মহানগর দায়রা জজ আদালত-১ এর সাবেক কর্মচারীকে আটক করেছে পুলিশ। আটক আরিফ আহম্মেদ ওরফে রকি (৩৫) ওই আদালতের অফিস সহকারী পদে কর্মরত ছিলেন। নথি গায়েবের অভিযোগে প্রায় তিন মাস আগে তাকে বরখাস্ত করা হয়েছিল। আরিফ রাজশাহী মহানগরীর মোল্লাপাড়া এলাকার মৃত হাফিজুর রহমানের ছেলে।
নগরীর রাজপাড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) আমান উল্লাহ জানান, আদালতে কর্মরত থাকা অবস্থায় ১১ লাখ ৫০ হাজার টাকার চেক জালিয়াতির এক মামলার নথি গায়েব করে দেন আরিফ। এ অভিযোগে তাকে তিন মাস আগে বরখাস্ত করা হয়। এরপর তিনি গত তিন মাস ধরে গায়েব করা নথি ফেরত দেওয়া নিয়ে টালবাহনা করছিলেন। মঙ্গলবার দুপুরে তাকে আদালতে তলব করা হয়। এ সময় আরিফ গায়েব হওয়া নথি ফেরত দিতে না পারায় তাকে পুলিশে দেন বিচারক শরিফুল ইসলাম।
ওসি আরও জানান, তাকে বর্তমানে থানায় রাখা হয়েছে। আদালতের কোনো একজন কর্মকর্তা বাদী হয়ে তার বিরুদ্ধে মামলা দায়ের করবেন। এরপর তাকে কারাগারে পাঠানো হবে।
বিডি-প্রতিদিন/০৭ মার্চ, ২০১৭/মাহবুব