রাজধানীর মোহাম্মাদপুর থানার প্রতারণার মামলায় মঈন আহাম্মদ সৌরভ নামের এক আইনজীবীকে দুই দিন রিমান্ডে নেওয়ার অনুমাতি দিয়েছেন আদালত। মঙ্গলবার ঢাকা মহানগর হাকিম নুর নবী এ আদেশ দেন।
এর আগে মামলার তদন্ত কর্মকর্তা মোহাম্মদপুর থানার এস আই ফজল ইসলাম আসামিকে ঢাকার মুখ্য মহানগর হাকিম আদালতে হাজির করে ৭ দিন রিমান্ডে নেওয়ার আবেদন করেন। শুনানি শেষে বিচারক দুই দিন রিমান্ডে নেওয়ার আদেশ দেন।
মামলার নথি সূত্রে জানা গেছে, ঢাকার ৫ নম্বর বিশেষ জজ আদালতের বিচারক ড. মো. আখতারুজ্জামানের নাম ও পদবি ব্যবহার করে ওই আইনজীবী। এ ঘটনায় আদালতের পেশকার মো. মোকাররম হোসেন মোহাম্মদপুর থানায় ৪ মার্চ একটি সাধারণ ডায়েরি (জিডি) করেন। পরের দিন বাদী হয়ে মামলা করেন।
বিডি-প্রতিদিন/০৭ মার্চ, ২০১৭/মাহবুব