ইয়াবা রাখার দায়ে রেলওয়ের নিরাপত্তাকর্মী রাসেল তালুকদারকে ১০ বছরের সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। পাশাপাশি ২০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরও ছয় মাসের কারাদণ্ড দেওয়া হয়েছে। আজ ঢাকার অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতের বিচারক ইসমাইল হোসেন এ রায় ঘোষণা দেন।
দণ্ডপ্রাপ্ত আসামি রাশেদ তালুকদার চট্টগ্রামের পাহাড়তলী রেলওয়ে ওয়ার্কশপের নিরাপত্তাকর্মী ছিলেন। রায়ের আগে রাশেদ তালুকদারকে কারাগার থেকে আদালতে হাজির করা হয়। রায় ঘোষণার পর তাকে সাজা পরোয়ানা দিয়ে কারাগারে পাঠানো হয়।
মামলার নথি সূত্রে জানা গেছে, ২০১৬ সালের ১৪ এপ্রিল ঢাকাগামী সুবর্ণ এক্সপ্রেস ট্রেনে নিরাপত্তার দায়িত্ব পালন করাকালে তাঁর দখল থেকে ১ হাজার ৪০০ ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।
বিডি প্রতিদিন/৭ মার্চ ২০১৭/হিমেল