রাজধানীর যাত্রাবাড়ীতে সড়ক দুর্ঘটনায় তাসলিমা (৩২) নামে এক নারীর মৃত্যু হয়েছে। আজ সন্ধ্যা সাড়ে ৭টা দিকে এ দুর্ঘটনা ঘটে।
জানা যায়, সন্ধ্যায় যাত্রাবাড়ী কুতুব খালী বাজার সংলগ্ন রাস্তা পারাপারের সময় যাত্রাবাহী একটি বাস তাসলিমাকে ধাক্কা দেয়। পরে গুরুতর আহত অবস্থায় তাকে স্থানীয়রা উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেকে) হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
যাত্রাবাড়ী থানার উপ-পরিদর্শক (এসআই) আবদুল আওয়াল জানান, ঘাতক বাসটি জব্দ করা হলেও এর চালক পলাতক রয়েছেন। লাশ ময়নাতদন্তের জন্য মর্গে রাখা হয়েছে।
বিডি প্রতিদিন/৭ মার্চ ২০১৭/হিমেল