রাজধানীর মোহাম্মদপুরের জেনারেল স্টোর নামে একটি দোকানে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। মোহাম্মদপুরের ইকবাল রোডে একটি চারতলা ভবনের নিচে ছিল এই দোকানটি।
বুধবার দিবাগত রাত আড়াইটার দিকে এই আগুনের ঘটনা ঘটে। ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্স সদর দফতরের অপারেটর ফরিদ উদ্দিন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
এ সময় তিনি বলেন, "রাত ২টা ২৮ মিনিটে আগুনের সূত্রপাত হলে মোহাম্মদপুর ফায়ার সার্ভিসের দুইটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে প্রায় ২০মিনিট চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। তবে এখনও ক্ষয়ক্ষতির পরিমান জানা যায়নি।"
বিডি-প্রতিদিন/ ৮ মার্চ, ২০১৭/ আব্দুল্লাহ সিফাত-১২