রাজধানীর মোহাম্মদপুরে সড়ক দুর্ঘটনায় নামে এক কিশোরের মৃত্যু হয়েছে। নিহত কিশোরের নাম মো. রতন (১৪)
বুধবার দিবাগত রাত ১০টার দিকে এ দুর্ঘটনা ঘটে। রতন মোহাম্মপুর আরশি নগর এলাকার আবদুর সাত্তার আলীর ছেলে।
রতনের জমজ ভাই মানিক জানান,রাতে তারা দুই ভাই লেগুনায় ঘুরতে বের হয়। তারা দুইজনই লেগুনার দরজার সামেনে দাঁড়িয়েছিল। এসময় একটি ট্রাক লেগুনাটিকে ওভারটেক করার সময় ট্রাকের সঙ্গে রতনের মাথায় আঘাত লাগে। এতে রতন গুরুতর আহত হয়।"
ঢামেক পুলিশ বক্সের উপ পরিদর্শক (এসআই) বাচ্চু মিয়া ঘটনার সত্যয়া নিশ্চিত করে জানান, "আহত রতনকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক রাত ২টায় তাকে মৃত ঘোষণা করেন। রতনের মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে রাখা হয়েছে।"
বিডি-প্রতিদিন/ ৮ মার্চ, ২০১৭/ আব্দুল্লাহ সিফাত-১৭