বাংলাদেশ জুডিসিয়াল সার্ভিস কমিশনের (বিজেএসসি) সহকারি জজ পরীক্ষায় দৃষ্টি প্রতিবন্ধী সুদিপ দাসকে অংশগ্রহণ করতে দেওয়া হচ্ছে না বলে অভিযোগ পাওয়া গেছে। ফলে আজ শুক্রবার সকালে নির্ধারিত পরীক্ষায় তিনি অংশগ্রহণ করতে পারেননি বলে জানা গেছে।
জানা যায়, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে আইন বিভাগ হতে ২০১৪ সালে এলএলবি এবং ২০১৫ সালে এলএলএম পরীক্ষায় উত্তীর্ণ হন দৃষ্টি প্রতিবন্ধী সুদিপ দাস। নিয়ম অনুযায়ী, গত ১৫ এপ্রিল বিজেএস পরীক্ষার জন্য অনলাইনে ফরম পূরণ করেন। এরপর সঠিক পদ্ধতিতে সামগ্রিক কাগজপত্র জমা দিয়ে শ্রতিলেখকের অনুমতির জন্য আবেদন করেন। কিন্তু গত ২৪ এপ্রিল দুপুরে জুডিসিয়াল সার্ভিস কমিশন কার্যালয়ে গেলে এ ব্যাপারে আইনী বাধ্যবাধকতা আছে বলে জানানো হয়।
সুদিপ দাস অভিযোগ করে বলেন, আমি গত ২৪ এপ্রিল জুডিসিয়াল সার্ভিস কমিশনের সহকারি পরিচালকের সঙ্গে সাক্ষাত করি। তিনি আমাকে বলেন, ‘২০০৭ সালের নিয়োগ সংক্রান্ত বিধির ৩য় তফসিল অনুযায়ি সকল ধরনের প্রতিবন্ধী মানুষ বিজেএস পরীক্ষা প্রদানে বিবেচ্য নয়।’ এই বিধিটি প্রদর্শন করে তিনি আরও বলেন, কয়েক বছর পূর্বে সোহেল নামের একজন শারীরিক প্রতিবন্ধী আবেদন করলেও (তার পায়ে সমস্যা ছিল) তাকে জুডিসিয়ারি পরীক্ষায় অংশ নিতে অনুমতি দেওয়া হয়নি।
জুডিসিয়াল সার্ভিস কমিশনের কন্ট্রোলার কার্যালয় থেকে জানানো হয়, যদি বিষয়টি আরও কয়েকদিন আগে অবহিত করা হতো তাহলে তারা এ ব্যাপারে বিবেচনা করে সিদ্ধান্ত দিতে পারতেন। বিধির বাইরে গিয়ে কোন কিছু করা সম্ভব নয়। যদি কিছু করতে হয় তা পরে দেখা যাবে। একইসঙ্গে বলা হয়, ‘একজন দৃষ্টিপ্রতিবন্ধী কীভাবে বিচারক হবে? কেননা, বিচার কার্য পরিচালনা ও রায় লিখার সময় সে যদি শ্রতিলেখকের সাহায্য নেয় তাহলে রায়ের গোপনীয়তা রক্ষা করা সম্ভব হবে না। তাছাড়া যখন কোন জমি সংক্রান্ত মামলায় দলিলাদি উপস্থাপন করা হবে তখন তা দেখে সিদ্ধান্ত নিতে দৃষ্টিপ্রতিবন্ধী ব্যক্তি সমর্থ হবে না।’
বিডি-প্রতিদিন/এস আহমেদ