বগুড়ায় প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহা বলেছেন, "বিচার বিভাগের প্রতি মানুষের মলিন হওয়া আস্থা ফিরিয়ে আনতে চেষ্টা এবং বিচার বিভাগকে ডিজিটালাইজড করে ঢেলে সাজানোর চেষ্টা করছি কিন্তু প্রধাণ বাধা সরকারের মধ্য থেকেই আসছে। যেখানে প্রধাণমন্ত্রী ডিজিটাল বাংলাদেশ গড়ার কথা বলছেন, সেখানে আইন মন্ত্রনালয় চিঠি দিয়ে বলছে সেটা সম্ভব নয় কিন্তু কেন ?"
মঙ্গলবার রাতে বগুড়া সার্কিট হাউজে বিচার বিভাগীয় সম্মেলন ২০১৭ এর অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। বগুড়ার সিনিয়র জেলা ও দায়রা জজ মোঃ শফিকুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ সুপ্রীম কোর্ট ঢাকার রেজিস্ট্রার জেনারেল সৈয়দ আমিনুল ইসলাম।
প্রধাণ অতিথি এই প্রসঙ্গে ক্ষোভ প্রকাশ করে বলেন, "প্রধানমন্ত্রীকে ও ভুল বোঝানো হচ্ছে, পদে পদে বাধা দিয়ে বিচার বিভাগকে পঙ্গু করার চেষ্টা করা হচ্ছে। আমি এটা বরদাস্ত করবোনা। বিচার বিভাগ পঙ্গু হলে কোনো জাতিই মাথা উঁচু করে দাঁড়াতে পারেনা। বিচার বিভাগকে শক্তিশালী না করলে সমাজে অপরাধ বেড়ে যায়।"
তিনি আরো বলেন, "বিচার বিভাগে নিয়োগের ব্যাপারে বিচার বিশ্লেষন করে আমাদের পক্ষ থেকে আইন মন্ত্রনালয়ে সুপারিশ পাঠানো হয়। আইন মন্ত্রনালয় থেকে পছন্দ না হলে বলা হয় অমুক অমুক দলের। দেশের বিভিন্ন আদালতে বিচারক সংকট, সরকারের প্রতি আবেদন দ্রুত সংকটের সমাধান করুণ।"
এছাড়াও সম্মেলন বক্তব্য রাখেন, জেলা প্রশাসক আশরাফ উদ্দিন, পুলিশ সুপার আসাদুজ্জামান, পিডাব্লিউডির নির্বাহী প্রকৌশলী ছালাউদ্দিন আহম্মেদ, সিভিল সার্জন ডাঃ সামছুল হক, চিফ জুডিশিয়াল ম্যাজিষ্ট্রেট ফজলুল হক, বগুড়া বারের পিপি এ্যাড. আব্দুল মতিন, বারের সভাপতি এ্যাড. লুৎফে জাহিদ আল গালিব মৃদুল, সাধারণ সম্পাদক মোজাম্মেল হক, নরেশ মূখার্জী প্রমূখ।