চট্টগ্রামের বহদ্দারহাট এলাকা থেকে সাড়ে ২৭ হাজার ইয়াবাসহ জুয়েল খাঁ (২৯) নামে এক যুবককে গ্রেফতার করেছে র্যাব। বুধবার ভোরে বহদ্দারহাট মোড় থেকে তাকে গ্রেফতার করা হয়।
র্যাব-৭ এর সহকারী পরিচালক এএসপি মিমতানুর রহমান জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ২৭ হাজার ৫৫০টি ইয়াবাসহ জুয়েলকে গ্রেফতার করা হয়। তার বাসা ঢাকার যাত্রাবাড়ী এলাকায়। জুয়েল ইয়াবাগুলো নিয়ে চট্টগ্রাম থেকে ঢাকা যাওয়ার প্রস্তুতি নিচ্ছিলেন।
বিডি-প্রতিদিন/এস আহমেদ