বরিশাল নগরীর বান্দ রোডের ভাটারখাল এলাকায় ইমন (১২) নামের এক পথশিশুর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। স্থানীয়দের দেওয়া সংবাদের ভিত্তিতে বুধবার পুলিশ কলাগাছে ঝুলন্ত অবস্থায় তার লাশটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠায়।
ইমন শিশু অধিকায় বিষয়ক উন্নয়ন সংগঠন অপরাজেয় বাংলাদেশের সেন্টারে থাকতো বলে পুলিশ জানিয়েছে। তবে এটি আত্মহত্যা নাকি হত্যা তা নিশ্চিত হতে পারেনি তারা। এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য পুলিশ ২ পথশিশুকে আটক করেছে।
স্থানীয়রা জানিয়েছে, পথশিশু ইমন ভাটার খালের হালিম শাহ্র দোকানে ভাঙ্গারী বিক্রির কাজ করতো এবং চাঁদমারীর অপরাজেয় বাংলাদেশের পথশিশু সেন্টারে গিয়ে রাত্রিযাপন করতো।
অপরাজেয় বাংলাদেশের প্রকল্প সমন্বয়কারী ফেরদৌসি সুলতানা জানিয়েছেন, ইমন তাদের কেন্দ্রে রাতে থাকতো। তারা পথশিশুদের মোটিভেশন করে তাদের পরিবারের কাছে ফিরিয়ে দেয়ার কাজ করেন। সর্বশেষ গত ৩০ এপ্রিল রাতে তাদের সেন্টারে ছিল ইমন।
বরিশাল মেট্রোপলিটন পুলিশের কোতয়ালী মডেল থানার ওসি শাহ্ আওলাদ হোসেন জানান, এটা হত্যা নাকি অন্যকিছু সে বিষয়ে তদন্ত চলছে। এ ঘটনায় জিজ্ঞাসাবাদের পুলিশ দুই পথশিশুকে আটক করেছে। থানায় অপমৃত্যু মামলা হয়েছে। ময়নাতদন্ত শেষে বিষয়টি নিশ্চিত হওয়া যাবে।
বিডি-প্রতিদিন/০৩ মে, ২০১৭/মাহবুব