এবছর সিলেট শিক্ষা বোর্ডে এসএসসি ও সমমানের পরীক্ষায় গড় পাসের হার ৮০ দশমিক ২৬ শতাংশ। আর জিপিএ-৫ পেয়েছে ২৬৬৩ শিক্ষার্থী। এদের মধ্যে ছেলে ১৪২৭ এবং মেয়ে ১২৩৬ জন।
বৃহস্পতিবার বেলা ১১টায় নিজ দফতরে সাংবাদিকদের এ তথ্য জানান সিলেট শিক্ষাবোর্ডের সচিব মোস্তফা কামাল আহমেদ।
তিনি বলেন, এবার সিলেট শিক্ষাবোর্ড থেকে পরীক্ষা দেয় ৯৩ হাজার ৯১৫ জন শিক্ষার্থী। মোট পাস করে ৭৫ হাজার ৩৭৪ জন। ফেল করে ১৮ হাজার ৫৪১ জন। মোট পাসের হার ৮০ দশমিক ২৬ শতাংশ।
বিডি-প্রতিদিন/০৩ মে, ২০১৭/মাহবুব