গত তিন বছরের মতো এবারও বরিশাল শিক্ষা বোর্ডে পাসের হার কমেছে। এই বোর্ডের এসএসসি ও সমমানের পরীক্ষায় গত চার বছরের ফলাফলের বিশ্লেষণ করলে দেখা যায়, ২০১৪ সালে পাসের হার ছিল ৯০ দশমিক ৬৬ শতাংশ। ২০১৫ সালে যা ৬ দশমিক ২৯ শতাংশ কমে দাঁড়ায় ৮৪ দশমিক ৩৭ শতাংশে।
আর ৪ দশমিক ৯৬ শতাংশ কমে ২০১৬ সালে পাসের হার দাঁড়ায় ৭৯ দশমিক ৪১ শতাংশে। এবারও আরও ২ দশমিক ১৭ শতাংশ কমে ২০১৭ সালে দাঁড়িয়েছে ৭৭ দশমিক ২৪ শতাংশে।
একই সঙ্গে কমেছে জিপিএ-৫ এর সংখ্যাও। ২০১৬ সালে যেখানে জিপিএ-৫ পেয়েছিল ৩ হাজার ১১৩ জন শিক্ষার্থী, সেখানে এ বছর ৮২৫টি কমে জিপিএ-৫ এর সংখ্যা দাঁড়িয়েছে ২ হাজার ২৪৪-এ।
বিডি-প্রতিদিন/০৩ মে, ২০১৭/মাহবুব