আত্মসমর্পণের পর রাজধানীর পল্টন থানায় নাশকতার ৫ মামলায় বিএনপির যুগ্ম মহাসচিব খায়রুল কবির খোকনকে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন আদালত।
এ বিষয়ে শুনানি শেষে বৃহস্পতিবার দুপুরে ঢাকা মহানগর হাকিম গোলাম নবী তার জামিন নামঞ্জুর করে এ আদেশ দেন।
এর আগে, সকালে পল্টন থানায় দায়ের করা ১০ মামলায় আত্মসমর্পণ করে আইনজীবী সানাউল্লাহ মিয়ার মাধ্যমে জামিন আবেদন করেন খায়রুল কবির খোকন। পরে শুনানি শেষে আদালত তার পাঁচ মামলায় জামিন মঞ্জুর করেন এবং অপর পাঁচ মামলায় জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর আদেশ দেন।
প্রসঙ্গত, ২০১৫ সালের শুরুর দিকে হরতাল-অবরোধ চলাকালে পল্টন থানায় মামলাগুলো দায়ের করা হয়।
বিডি-প্রতিদিন/০৩ মে, ২০১৭/মাহবুব