রাজধানীর বনানীতে ট্রেনে কাটা পড়ে আজ দেওয়ান মাহাবুব আলী নামে ৬০ বছরের এক বৃদ্ধের মৃত্যু হয়েছে। নিহত দেওয়ান মাহাবুব আলীর বাড়ি রংপুর জেলার সদর উপজেলায়। তিনি মোহাম্মদপুর সলিমুল্লাহ রোড এলাকায় থাকতেন।
ঢাকা রেলওয়ে থানার সহকারী উপ-পরিদর্শক (এএসআই) মো. রবিউল্লাহ মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, রেললাইন দিয়ে হেঁটে যাওয়ার সময় একটি ট্রেনের নিচে কাটা পড়ে ঘটনাস্থলেই ওই বৃদ্ধের মৃত্যু হয়। নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
বিডি প্রতিদিন/এ মজুমদার