র্যাব ও গোয়েন্দা পুলিশ পরিচয়ে প্রতারণার অভিযোগে গিয়াস উদ্দিন (৪০) নামের এক ব্যক্তিকে গ্রেফতার করেছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)। আজ তার নোয়াখালীর বাড়ি থেকে তাকে গ্রেফতার করা হয়।
সিআইডির চট্টগ্রাম অঞ্চলের অতিরিক্ত পুলিশ সুপার কুতুবুর রহমান বলেন, গিয়াস আইন-শৃঙ্খলা বাহিনীর পরিচয়ে বিভিন্নভাবে প্রতারণা চালিয়ে আসছিল। ওই অভিযোগে তার বিরুদ্ধে একটি প্রতারণার মামলাও আছে। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
বিডি প্রতিদিন/এ মজুমদার