কেন্দ্রীয় ছাত্রলীগ ও ছাত্রদলের সারাদেশের মধ্যে একটি শক্তিশালী এবং অন্যতম ইউনিট হচ্ছে সিলেট জেলা এবং মহানগর ইউনিট। ইদানিং বিতর্ক, গ্রুপিং, খুন, সরকারী এবং প্রশাসনের কর্মকর্তাদের মারধর, ছিনতাই, যৌন নিপীড়ণ, বাসা ভাংচুর, মাদক ব্যবসাসহ নানা সমস্যায় জর্জরিত সিলেট জেলা ও মহানগর ছাত্রলীগ এবং ছাত্রদল। কেন্দ্রীয় নির্দেশনা কিংবা কমিটির অপেক্ষায় সাংগঠনিক স্থবিরতা বিরাজ করছে সিলেটের ছাত্রলীগ এবং ছাত্রদলের জেলা ও মহানগরে।
সিলেট ছাত্রলীগ:
কমিটি নিয়ে ব্যর্থতার বৃত্তে ঘুরপাক খাচ্ছে সিলেট জেলা ও মহানগর ছাত্রলীগের কমিটি। ২০১৫ সালের ২০ শে জুলাই আব্দুল বাসিত রুম্মানকে সভাপতি, আব্দুল আলীম তুষারকে সাধারণ সম্পাদক এবং সজল দাস অনিক ও সৈকত চন্দ্র রিমি কে সাংগঠনিক সম্পাদক করে ৪ সদস্যের আংশিক কমিটি গঠন করে খুব শীঘ্রই সিলেট মহানগর ছাত্রলীগের পূর্ণাঙ্গ কমিটি গঠনের নির্দেশ দেওয়া হয়। কিন্তু প্রায় ২২ মাস পরেও তারা পারেননি পূর্ণাঙ্গ কমিটি উপহার দিতে। পুর্ণাঙ্গ কমিটির অপেক্ষায় কিছুটা হতাশা এবং ক্ষোভ বিরাজ করছে সিলেট মহানগর ছাত্রলীগের নেতাকর্মীদের মধ্যে। কমিটির মেয়াদই হলো ২ বছর, অথচ এখনো হয়নি পুর্ণাঙ্গ কমিটি। কবে হবে তাও জানেন না কেউই।
এ বিষয়ে মহানগর ছাত্রলীগের সভাপতি আব্দুল বাসিত রুম্মানের সাথে মোবাইল ফোনে আলাপ করতে চাইলে তিনি ব্যস্ত আছেন বলে জানান। এদিকে সিলেট জেলা ছাত্রলীগের সম্মেলনের তারিখ বার বার পেছানোর পরও সম্মেলন করতে পারেনি সিলেট জেলা ছাত্রলীগ ইউনিট। একবার দুইবার নয়, তিন তিন বার কেন্দ্রীয় নির্বাহী সংসদের ঘোষিত তারিখে সম্মেলন করতে ব্যর্থ হন তারা।
প্রথম দুইবার সম্মেলন স্থগিত করে কেন্দ্রীয় নির্বাহী সংসদ নতুন করে সম্মেলনের তারিখ ঘোষণা করলেও তৃতীয় বারের পর কেন্দ্রীয় ছাত্রলীগ থেকে নতুন করে কোন নির্দেশনা দেওয়া হয়নি। আর এতে করে সিলেট জেলা ছাত্রলীগের নতুন কমিটিতে পদ প্রত্যাশী নেতাকর্মীরা ক্ষোভ এবং হতাশায় ভোগছেন। দুই সপ্তাহ পেরিয়ে গেলেও কোন কেন্দ্রীয় নির্দেশনা না আসায় হতাশা এবং ক্ষোভ বিরাজ করছে সিলেট জেলা ছাত্রলীগের নেতাকর্মীদের মধ্যে। তাঁরা শীঘ্রই সিলেট জেলা ছাত্রলীগের কমিটি বাতিল করে কেন্দ্রীয় ছাত্রলীগের হস্তক্ষেপে নতুন কমিটি ঘোষণার দাবী জানান।
সিলেট ছাত্রদল:
সাংগঠনিক স্থবিরতা, পদ পদবীতে ছাত্রদল না বিএনপি হবে এসব নিয়ে সিলেট ছাত্রদলে বিরাজ করছে হ-য-ব-র-ল অবস্থা। অভিযোগ উঠেছে নবগঠিত জেলা ও মহানগর বিএনপির কমিটিতে স্থান পাওয়া কয়েকজন সাবেক ছাত্রদল নেতাদের নিয়ে।
গত ৪ই এপ্রিল সাংগঠনিক স্থবিরতার কারণ দেখিয়ে কেন্দ্রীয় ছাত্রদলের দপ্তর সম্পাদক আবদুস সাত্তার পাটোয়ারী স্বাক্ষরিত এক বিবৃতিতে ছাত্রদল কেন্দ্রীয় সংসদ সভাপতি রাজিব আহসান ও সাধারণ সম্পাদক আকরামুল হাসানের উদ্ধৃতি দিয়ে সিলেট মহানগরের কমিটি বাতিল করা হয়। অথচ সেই সাংগঠনিক স্থবির কমিটির দ্বায়িত্বশীল কয়েকজন নেতাকর্মীরাই পদ বাগিয়ে নিয়েছেন সিলেট মহানগর বিএনপির কমিটিতে।
ছাত্রদলের স্থবির কমিটির নেতৃবৃন্দ কীভবে বিএনপিকে চাঙ্গা করবে এমন প্রশ্নের জবাব বিএনপির দায়িত্বপ্রাপ্ত কয়েকজন নেতাকর্মী এড়িয়ে গিয়ে নাম প্রকাশ না করার শর্তে বলেছেন, ‘এই বিষয়ে কেন্দ্রীয় নেতৃবৃন্দ অবগত আছেন। তারাই এই বিষয়ে ভালো বলতে পারবেন।’
এ বিষয়ে সদ্য সাবেক মহানগর ছাত্রদলের এক নেতা বলেন, ‘ছাত্রদলের নেতাকর্মীরা তাদের যোগ্যতা অনুযায়ী কমিটিতে জায়গা করে নিয়েছে। তাদের সঠিক মূল্যায়ন করায় তিনি কেন্দ্রীয় বিএনপির নেতৃবৃন্দের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।’
এদিকে, জেলা বিএনপির কমিটিতে স্থান পাওয়া অনেক ছাত্রনেতা এখনও ছাত্রদলের নিজস্ব পদ পদবী ব্যবহার করেছেন বলে অভিযোগ পাওয়া গেছে। তারেক রহমানের গ্রেফতারি পরোয়ানার প্রতিবাদে সিলেট জেলা ও মহানগর ছাত্রদলের অনেক নেতাকর্মী ছাত্রদলের পরিচয়ে বক্তব্য রেখেছেন। বিভিন্ন গণমাধ্যমে পাঠানো প্রেস বিজ্ঞপ্তিতে নবগঠিত বিএনপির পদ পদবী ব্যবহার না করে ছাত্রদলের পদবী ব্যবহার করে বিজ্ঞপ্তি পাঠিয়েছেন।
নবগঠিত কমিটির সহ সভাপতি এবং সিসিকের কাউন্সিলর ফরহাদ চৌধুরী শামীম বলেন, ‘যেহেতু ছাত্রদলের কমিটি বাতিল করা হয়েছে এবং নবগঠিত কমিটিতে স্থানপ্রাপ্ত সাবেক ছাত্রনেতৃবৃন্দ এখন আর ছাত্র নয়, সেহেতু তাদের বিএনপিতে পদবী নিয়ে কোন সমস্যা নাই।’
এ ব্যাপারে সিলেট জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক আবদুল আহাদ খান জামাল বলেন, ‘কমিটিতে অনেক জুনিয়রকে অতিমূল্যায়ন ও ত্যাগীদের অবমূল্যায়ন করা হয়েছে যা দৃষ্টিকটু ও পীড়াদায়ক।’
সিলেট জেলা বিএনপির সাধারণ সম্পাদক আলী আহমদ বলেন, ‘ছাত্রদলের যেসব নেতাকর্মী বিএনপিতে পদ পেয়েছেন, তারা এখন থেকে বিএনপির পদ-পদবী ব্যবহার করবেন।’
এছাড়াও ছাত্রদলের দায়িত্ব থেকে সরাসরি বিএনপির মহানগর কিংবা জেলা কমিটিতে পদ পাওয়ায় খোদ দলীয় অনেক নেতাকর্মীরাও এই কমিটি নিয়ে হতাশা প্রকাশ করেছেন। ছাত্রদলের এসব নেতাদের বিএনপির অনেক নেতাকর্মী চিনেন না বলে অভিযোগ উঠেছে।
বিডি প্রতিদিন/৬ মে ২০১৭/হিমেল