ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের (ডিএসসিসি) মেয়র মোহাম্মদ সাঈদ খোকন বলেছেন, ঢাকা সিটি কর্পোরেশনে পরিবর্তনের সূচনা হয়েছে। যত দিন যাবে এ পরিবর্তন আরও দৃশ্যমান হবে।
নগর ভবনে মেয়র পদে দায়িত্ব গ্রহণের দুই বছর পূর্তি উপলক্ষে আজ শনিবার ‘এগিয়ে যাচ্ছে দক্ষিণ ঢাকা’ শীর্ষক এক সংবাদ সম্মেলনে মোহাম্মদ তিনি এসব কথা বলেন।
মেয়র বলেন, ‘বিগত দুই বছরে নগরীতে যে কাজ হয়েছে, তা ১০ বছরেও করা সম্ভব নয়। নিরলস প্রচেষ্টা, আন্তরিকতা ও কার্যক্রমের মধ্য দিয়ে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন এগিয়ে যাচ্ছে। যত দিন যাবে এ পরিবর্তন আরও দৃশ্যমান হবে।
সাঈদ খোকন বলেন, আমার মেয়াদের মধ্যেই ঢাকাকে একটি আধুনিক, পরিচ্ছন্ন, সবুজ ও সুন্দর নগরী হিসেবে গড়ে তুলতে সক্ষম হবো। ঢাকাকে বাসযোগ্য নগরী হিসেবে গড়ে তুলবো।’
এ সময় ডিএসসিসির প্রধান নির্বাহী কর্মকর্তা খান মো. বিলাল ও সচিব খান মো. রেজাউল করিমসহ সিটি কর্পোরেশনের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
বিডি প্রতিদিন/০৬ মে ২০১৭/এনায়েত করিম