বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, প্রতিরক্ষা চুক্তির মধ্য দিয়ে সার্বভৌমত্বকে দুর্বল করা হয়েছে। দেশের সবচেয়ে গোপন প্রতিরক্ষা নিরাপত্তা নিয়ে চুক্তি করা হচ্ছে তাদের সাথে, যারা প্রতিদিন সীমান্তে বাংলাদেশীদের হত্যা করছে। আজ খুলনা প্রেস ক্লাব মিলনায়তনে দলের প্রতিনিধি সভায় তিনি এ কথা বলেন।
রিজভী বলেন, হাওরে লক্ষ লক্ষ হেক্টর ধান যখন পানির নিচে, কৃষক যখন দিশেহারা তখন মানুষের ক্ষুধা, দারিদ্রতা ও দুর্ভিক্ষকে নিয়ে উপহাস করছে সরকারের মন্ত্রী ও সচিবরা। হাওর এলাকাকে এখনও দুর্গত ঘোষণা না করার সমালোচনা করে তিনি বলেন, এসব এলাকার মানুষ অনাহারে রয়েছে। বিপন্ন হয়ে পড়েছে জনজীবন। কিন্তু দুর্গত মানুষের জন্য পর্যাপ্ত ত্রাণ পৌঁছেনি।
খুলনায় দলীয় অবস্থান ও ঐক্য সম্পর্কে মহানগর বিএনপি’র প্রতিনিধি সভায় রুহুল কবির রিজভী বলেন, বিএনপি’র রাজনীতিতে দৃষ্টান্ত হিসেবে অনেক সময় খুলনা’র রাজনীতির কথা উল্লেখ করা হয়। এখানে অনেক পরিপক্ক রাজনীতিবিদ রয়েছেন। পাশাপাশি নেতৃত্বের প্রতিযোগিতা রয়েছে এখানে। তবে সব প্রতিকূলতা কাটিয়ে আমাদেরকে ঐক্যবদ্ধ থাকতে হবে। বিএনপির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক ও খুলনা মহানগর সভাপতি নজরুল ইসলাম মঞ্জু প্রতিনিধি সভায় সভাপতিত্ব করেন।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তৃতা করেন, বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা এম নুরুল ইসলাম ও অধ্যাপক মাজিদুল ইসলাম, তথ্য বিষয়ক সম্পাদক আজিজুল বারী হেলাল, সহ-প্রচার সম্পাদক আমিরুল ইসলাম খান আলীম, বিভাগীয় সহ-সাংগঠনিক সম্পাদক অনিন্দ্য ইসলাম অমিত ও জয়ন্ত কুমার কুন্ডু, সহ বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক ইঞ্জিনিয়ার মো. আশরাফ উদ্দিন বকুল, জাতীয় নির্বাহী কমিটির সদস্য রবিউল ইসলাম রবি।
রিজভী বলেন, নির্মাণাধীন রামপাল বিদ্যুৎ কেন্দ্র দক্ষিণাঞ্চলকে বিষাক্ত গ্যাস চেম্বারে পরিণত করবে। এতে সুন্দরবনের জীব বৈচিত্র ধ্বংস হবে, বন্যপ্রাণী প্রজনন ক্ষমতা হারাবে, নদ-নদীতে বিভিন্ন প্রজাতির মাছ বিলুপ্ত হবে। তিনি বলেন, কোটি মানুষের প্রতিবাদের মুখেও অগণতান্ত্রিক সরকার শুধুমাত্র ভারতকে খুশি করতে এই কয়লা ভিত্তিক বিদ্যুৎ কেন্দ্র নির্মাণে অনড় রয়েছে।
সভায় বক্তৃতা করেন মহানগর বিএনপির সাধারণ সম্পাদক ও কেসিসির মেয়র মোহাম্মদ মনিরুজ্জামান মনি, জেলা বিএনপির সভাপতি শফিকুল আলম মনা, মহানগর সিনিয়র সহ সভাপতি সাহারুজ্জামান মোর্ত্তজা, কাজী সেকেন্দার আলী ডালিম, সৈয়দা নার্গিস আলী, মীর কায়সেদ আলী, জাফরউল্লাহ খান সাচ্চু, সিরাজুল ইসলাম, ফখরুল আলম, অধ্যক্ষ তারিকুল ইসলাম, এ্যাড. ফজলে হালিম লিটন, অধ্যাপক আরিফুজ্জামান অপু, সিরাজুল হক নান্নু, এস এম আরিফুর রহমান মিঠু, শফিকুল আলম তুহিন প্রমুখ।
প্রতিনিধি সভায় তৃণমূলের নেতাকর্মীরা নানা সমস্যা তুলে ধরেন এবং দলকে সংঘটিত করতে সম্মেলনের মাধ্যমে তৃণমূলের কমিটি গঠনের ওপর গুরুত্ব প্রদান করেন। বিকালে একই স্থানে খুলনা জেলা বিএনপির প্রতিনিধি সভা অনুষ্ঠিত হয়।
বিডি প্রতিদিন/এ মজুমদার