রাজধানীর খিলক্ষেতে বাসচাপায় শরীফুল ইসলাম নিলয় (২৮) নামে এক প্রকৌশলী নিহত হয়েছেন। আজ শনিবার বিকেলে গাজীপুর থেকে মিরপুরগামী একটি বেপরোয়া বাস তাকে ধাক্কা দিয়ে এ দুর্ঘঘটনা ঘটে।
নিহত নিলয় রাজধানীর রূপনগরে পরিবার নিয়ে থাকতেন এবং একটি বেসরকারি প্রতিষ্ঠানে চাকরি করতেন। তার গ্রামের বাড়ি কুমিল্লার মুরাদনগর উপজেলার কাজীয়াতলে।
প্রত্যক্ষদর্শীরা জানান, দুর্ঘটনায় গুরুতর আহতাবস্থায় নিলয়কে নিকটস্থ কুর্মিটোলা জেনারেল হাসপাতালে পাঠানো হয়, কিন্তু পথেই মারা যান তিনি।
ময়নাতদন্তের জন্য নিলয়ের লাশ ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের মর্গে পাঠানোর প্রক্রিয়া চলছে বলে জানান খিলক্ষেত থানার উপ-পরিদর্শক (এসআই) ফজল মাহমুদ।
বিডি প্রতিদিন/০৬ মে ২০১৭/এনায়েত করিম