ঢাকা জেলার সাভারে এক নারীকে ধর্ষণের অভিযোগে জুলহাস (৩০) নামে এক যুবককে আটক করেছে পুলিশ।
শনিবার দিবাগত রাতে সাভার পৌর এলাকার আড়াপাড়া থেকে ওই যুবককে আটক করা হয় বলে জানান সাভার মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) সৌমেন।
পুলিশ জানায়, শনিবার সকালে সাভারের আড়াপাড়া এলাকায় এক নারীকে ধর্ষণের অভিযোগ পাওয়া যায়। ওই নারীর অভিযোগের ভিত্তিতে অভিযান চালিয়ে আড়াপাড়ার কামাল গার্মেন্টস রোড থেকে জুলহাস নামে ওই যুবককে আটক করা হয়েছে।
এসআই সৌমেন বলেন, ধর্ষণের অভিযোগের ভিত্তিতে জুলহাসকে প্রাথমিক জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে।ঘটনার সত্যতা প্রমাণিত হলে তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলেও তিনি জানান
বিডি-প্রতিদিন/০৭ মে, ২০১৭/মাহবুব